বাংলা ই-বুক রিডার

Monday, October 17, 2011
  বাজারে এসেছে বহু প্রতিক্ষিত ই-বুক কি? ই-বুক বা ডিজিটাল বই যা কাগজের বই এর বিকল্প হিসাবে উন্নতবিশ্বে এখন সমাদৃত। ই-বুক কম্পিউটারে টাইপ করা ফাইল যা কম্পিউটারে অথবা বিশেষ ডিজিটাল ডিভাইসে পড়া যায় বলে ঐসব ডিজিটাল ডিভাইসকে ই-বুক রিডার বা ই-রিডার বলা হয়। ই-বুক এর সুবিধা কম্পিউটারে টাইপ করা ফাইল যা পড়তে কাগজে প্রিন্ট করার প্রয়োজন হয় না বলে ই-বুক কাগজের বই অপেক্ষা দামে সস্তা। কয়েক হাজার ই-বুক ছোট্ট একটা ডিভাইসে সংরক্ষণ করা যায় বলে কাগজের বই অপেক্ষা অনেক হালকা এবং সর্বস্তরের পড়ুয়া বিশেষ করে ছাত্র এবং ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক। বাংলা ই-বুক রিডার এটি হাতে বহনযোগ্য, সচরাচর মোবাইল ফোন হতে কিছুটা বড় আকারের রঙ্গিন এবং স্পর্শকাতর পর্দা বিশিষ্ট ডিভাইস। এতে নিম্নে উল্লিখিত সুবিধাগুলি পাওয়া যাবে। -ইউনিকোড ফরমেটের বাংলা অথবা ইংরেজি এবং বাংলা ও ইংরেজির সংমিশ্রণের যেকোনো ফাইল বা ই-বুক এই ডিভাইসে পড়া যাবে। - ই-বুক যাতে হাত বদল বা কপি করা না যায় সে জন্য এই ডিভাইসের নিজস্ব কনভার্টারে ফাইল বা ই-বুক কনভার্ট করার পর তা অন্য কোনো ডিভাইস এমন কি কম্পিউটারেও পড়া যাবে না। এতে সুবিধা হল এই যে, বই প্রকাশকরা ই-বুক বিক্রি করতে আগ্রহী হবেন এবং পাঠকরা অল্প খরচে বই পড়তে পারবেন। এমনকি পাঠ্যবই এবং বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় নোট অল্প খরচে এই ডিভাইসে পড়া যাবে। এই ডিভাইসে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসসমূহ এবং অনেক ইংরেজি নভেল ও গল্প সংযোজিত করা হয়েছে এবং ভবিষ্যতে কাজী নজরুল ইসলাম, শরত্চন্দ্রসহ আরও অনেক বিখ্যাত লেখকদের বই বিনামূল্যে কোম্পানীর ওয়েবসাইট হতে ডাউনলোড করে পড়া যাবে। -ই-বুক ছাড়াও এই ডিভাইসে রঙ্গিন ছবিসহ আমেরিকার বিখ্যাত Britannica Concise Encylopedia, উদাহরণ বাক্য ও উচ্চারণসহ Merriam Webster's Advanced Learner's English Dictionary, বাংলা-ইংরেজি অভিধান, ইংরেজি-বাংলা অভিধান,সাধারণ জ্ঞান, English Test, 14 Languages Translator, আরবী, চাইনিজ, কোরিয়ান ও ইউরোপীয় দেশের মোট ৭ টি অভিধান, বাংলা অর্থসহ পরিপূর্ণ কোরআন, বাংলা বোখারী শরীফ, বেহেশতী জেওর, মোহাম্মদ (সা:) এর জীবনী, এমপিফোর, এমপিথ্রি, ৪ জিবি মেমোরি এবং আরও অনেক অপশন আছে। শিক্ষার্থী এবং সর্বস্তরের জ্ঞানান্বেষীদের প্রয়োজনীয় সবকিছু এই ডিভাইসে পাওয়া যাবে। এই ডিভাইস সম্বন্ধে আরও বিস্তারিত জানা যাবে কোম্পানীর ওয়েবসাইটে। ঠিকানা: www.banglama.com   

0 comments:

Post a Comment

 

Admin

My Photo
Shah Alam Badsha
View my complete profile

About This Blog

Poll

Powered By Blogger
Powered by Blogger.

Counter

 

© 2010 Excellent Bangladesh